শনিবার রংপুর রাইডার্সের দলীয় অনুশীলন শুরুর কথা ছিল সকাল দশটায়। তবে কুয়াশাজড়ানো সকালে নির্ধারণ সময়ের আগেই হাজির সাকিব আল হাসান। অন্য দিনগুলোর মতো গতানুগতিক অনুশীলন নয়, বিপিএলের দলটা অনুশীলন করেছে ম্যাচের আদৌলে।
ইনজুরিতে পড়ার পর প্রথমবারের মতো ব্যাট হাতে সাকিব। উইকেটে ছিলেন পাঁচ/ছয় ওভার। ফ্লিক করতে গিয়ে আউট হয়েছেন। আউটের পর অবশ্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছেন সতীর্থের ব্যাটিং।
ব্যাটিংয়ের পর ফিল্ডিং আর বোলিংও করেছেন সাকিব। নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেটও পেয়েছেন। ফিল্ডিংয়েও বেশ মনোযোগী ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দিন দুয়েক আগে রংপুর রাইডার্সের হেড কোচ সোহেল ইসলাম জানিয়েছিলেন, বিপিএলের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে সাকিবকে। তবে একই দিন ক্রিকেট কোচ এবং এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, সাকিব ফিরলেও শুরুতে স্বাচ্ছন্দে খেলা নিয়ে সন্দেহ থাকবে।