ম্যাচ শেষেও ক্যামেরার লেন্স বারবার খুঁজে নিচ্ছিলো সৌম্য সরকারকেই। রীতিমতো রেকর্ড গড়ে করেছেন ১৬৯ রান, আবার অনেক রেকর্ডও ভেঙে দিয়েছেন। তাই পোস্ট ম্যাচ শোতেও কথা বললেন সৌম্যই; জানালেন, পাঁচ বছর পর সেঞ্চুরি পাওয়া কতটা স্পেশাল তার কাছে। শোনালেন ম্যাচ ঘিরে কিছু আক্ষেপের কথাও। মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়ের সাথে পার্টনারশিপ আরও বড় করতে না পারার আক্ষেপ তো আছেই। পাওয়ারপ্লের শেষ ১০ ওভারে রান তুলতে না পারাকেও হারের কারণ বলেই জানালেন।
পাওয়ারপ্লেতে রান তোলা কতটা জরুরী ছিল, তা বোঝা গেছে রাচিন রবীন্দ্র এবং ইয়াং উইলের ব্যাটিং দেখে। পাওয়ারপ্লেতে দুজন তুলেছেন ৬১ রান। এ ম্যাচে কিউইদের আক্ষেপ বলে যদি কিছু থাকে সেটা বোধ হয় উইল ইয়াং (৮৯) এবং হেনরি নিকোলসের (৯৫) সেঞ্চুরি মিসের আক্ষেপ।
বাংলাদেশের দেয়া ২৯২ রানের টার্গেট ৭ উইকেট হাতে রেখেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটাও জিতে নিয়েছে স্বাগতিকরাই। বাংলাদেশের হইয়ে দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। শরীফুল ইসলাম নিয়েছেন এক উইকেট।