চলতি বিশ্বকাপে দারুণ খেলছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোট পেয়ে মাঠ থেকে উঠে যান তিনি। পরে আর বোলিংয়ে আসেননি হেনরি। যদিও ব্যাটিং করেছেন কিউই পেসার। তবে পাকিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তাই দলের সাথে যোগ দিচ্ছেন কাইল জেমিসন।
হেনরিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, “অল্প সময়ের ব্যবধানে আমাদের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আমরা ম্যাটের চোটের কথা ভেবেছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, একজন বোলারকে নিয়ে আমরা বাড়তি ঝুঁকি নেব না। ম্যাট বিশ্বমানের একজন ওয়ানডে বোলার। আমরা আশা করছি, আজ তাঁর স্ক্যান রিপোর্ট ভালো আসবে”
জেমিসনের দলের সাথে যোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন স্টেড। সেই সাথে তাকে দলে স্বাগতও জানিয়েছেন কিউই হেডকোচ। তিনি বলেন, “আমরা কথা বলেছি, কাইল আসছে। আমরা তাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত। সে শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে এবং শনিবার ম্যাচে বিবেচনার জন্য উন্মুক্ত থাকবে”
নিউজিল্যান্ড শিবিরে চোটের তালিকাটা অনেক লম্বা। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন লড়ছেন চোটের সাথে। চলতি বিশ্বকাপে শুধুমাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়াও চোট রয়েছে মার্ক চ্যাপম্যান ও লকি ফার্গুসনেরও। যদিও অনুশীলনে ফিরেছেন ফার্গুসন কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলবেন কিনা নিশ্চিত নয়। এছাড়াও ইনজুরির শঙ্কা রয়েছে অলরাউন্ডার জিমি নিশামেরও। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হাতের কব্জিতে আঘাত পেয়েছেন তিনি।