২০ জানুয়ারি ২০২৫, সোমবার

‘ম্যাথুসকে’ নিয়েই নিজের ‘শেষ সিরিজ’ খেলতে যাচ্ছেন আর্থার

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই সিরিজের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে লঙ্কান ক্রিকেটে ‘কোচ মিকি আর্থার’ অধ্যায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ডার্বিশায়ার কাউন্টি ক্লাবের ক্রিকেট প্রধান হিসেবে যোগ দিবেন তিনি।

নিজের শেষ সিরিজে আর্থার দলে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে। ম্যাথুস অবশ্য লাল বলের ক্রিকেটে দলের নিয়মিত মুখই ছিলেন, কিন্তু বোর্ডের সাথে চুক্তিজনিত সমস্যার কারণে ধারণা করা হচ্ছিল লঙ্কান ক্রিকেটে শেষ হতে চলেছে ম্যাথুস অধ্যায়।

দলে রয়েছে তিনজন নতুন মুখ- বাঁহাতি ব্যাটসম্যান কামিল মিশারা, লেগ-স্পিনার সুমিন্দা লক্ষন এবং পেস বোলার চামিকা গুণাসেকেরা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করারই সুফল পেয়েছেন এই তিন খেলোয়াড়।  সাদা বলের ফরম্যাটে মুগ্ধ হয়ে চারিথ আসালাঙ্কা এবং চামিকা করুনারত্নেকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর।

 

শ্রীলঙ্কা টেস্ট দল

দিমুথ করুনারত্নে  (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, লক্ষন সান্দাকান, লাসিথ এমবুলডেনিয়া, প্রবীণ জয়াবিক্রমা, সুমিন্দা লক্ষন, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফের্নান্দো, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, অসিথা ফের্নান্দো, চামিকা গুণাসেকারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img