৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ম্যানইউ-আর্সেনালের কপাল পুড়ল

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে হেরেছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ঘরের মাঠে আগে গোল করে এগিয়ে গিয়েও ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে এরিক টেন হাগের দল। একইভাবে ম্যাচে আগে লিড নিয়েও লাঁসের কাছে ২-১ গোলে হেরেছে মিকেল আরতেতার শিষ্যরা।

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেল তারা। ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় ঘরের মাঠে সবশেষ ১৪ ম্যাচের মধ্যে ৭টিতেই হারলো ম্যানইউ।

গ্যালাতসারাইয়ের বিপক্ষে এর আগে তিন ম্যাচের মধ্যে দুটি জয় ও একটিতে ড্র করেছিল ইউনাইটেড। তবে বুধবার আগে গোল করে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি তারা। স্বাগতিকদের ১৭ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন রাসমাস হয়লুন্দ। ছয় মিনিট পরেই উইলফ্রেড জাহার গোলে সমতা ফেরায় গ্যালাতসরাই। প্রথমার্ধে আর কোন দল গোল করতে পারেনি।

বিরতির পর ৬৭ মিনিটে আবারও ম্যানইউকে এগিয়ে দেন হয়লুন্দ। কিছুক্ষণ পরেই আবারও সমতা ফেরায় গ্যালাতসারাই। ৭৭ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো। তাতেই যেন কপাল পুড়ে স্বাগতিকদের। ৮১ মিনিটে গোল করে গ্যালাতসারাইয়ের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি।

লাঁসের কাছে হেরেছে আর্সেনাল

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট আর্সেনাল ফরাসি ক্লাব লাঁসের বিপক্ষে আগে গোল করেও হেরেছে। ৯ ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের হারল গানাররা। ফ্রান্সের ক্লাবগুলোর বিপক্ষে সবশেষ ১৪ ম্যাচে মাত্র একটিতে হেরেছিল আর্সেনাল। লাঁসের কাছে হেরে সেই ধারায়ও ছেদ পড়ল তাদের।

অথচ ম্যাচের ১৪ মিনিটেই গোল করে আরতেতার দলকে এগিয়ে দিয়েছিল গ্যাব্রিয়েল জেসুস। ২৫ মিনিটে আদ্রিয়েন থমাসসনের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে গোল করে লাঁসের জয় নিশ্চিত করেন এলি ওয়াহি।

দুই ম্যাচে ১ জয় ও ১ ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে লাঁস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img