২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ম্যানচেস্টারে থামলো ম্যানচেস্টারের জয়রথ

- Advertisement -

ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি ইউনাইটেডের, সিটিকে হারিয়েছে দুই গোলে। তবে ম্যাচ হেরেও ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে সবার ওপরেই আছে ম্যানচেস্টার সিটি, দুইয়ে থাকা ইউনাইটেডের সাথে ব্যবধান ১১ পয়েন্ট।

ইতিহাদে ম্যানচেস্টার ডার্বির ১৮৫তম ম্যাচে অপ্রতিরোধ্য সিটিজেনদের থামানো যাবে কিনা, সেই আলোচনাই ছিলো সবার আগে। ইউনাইটেডকে ভরসা দিচ্ছিলো তাদের অ্যাওয়ে ফর্ম। এই ম্যাচের আগে রেকর্ড, ২১ আ্যাওয়ে ম্যাচে অপরাজিত ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই নয়ের সাথে নয়ের টক্কর, সেও সিটির ডিবক্সে। রেড ডেভিলদের নাম্বার নাইন মার্শিয়ালকে একেবারে অপ্রয়োজনীয় ফাউল করেন সিটিজেনদের নাম্বার নাইন, গ্যাব্রিয়েল জুসেস। স্পট থেকে স্পটকিকে একদমই ভুল করেনি ব্রুনো ফের্নান্দেজ, যদিও বলে বেশ ভালোভাবেই হাত লাগিয়েও থামাতে পারেননি সিটির গোলকিপার এডারসন।
গত তিন ম্যাচে গোল করতে না পারা রেড ডেভিলদের দ্বিতীয়গোল দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটে। লেফট উইং দিয়ে প্রায় ষাট গজ দৌড়ে সিটির বক্সে ঢুকে পরেন লুক ‘শ। রাশফোর্ডের সাথে ওয়ান টু পাস খেলে আবার বল পেয়ে যান ‘শ। ডিবক্সের ভেতরের বাঁপ্রান্ত এক কোনাকুনি শটে স্কোরশিটে নাম তোলেন, ওই গোলেই নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জয়।

ইতিহাদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেলেও ডেভিলদের চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল আবারও হোম ম্যাচ হেরেছে। এ নিয়ে টানা ছয় ম্যাচ অ্যানফিল্ডে হারলো অলরেড, ক্লাবের ১২৯ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার।পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থাকা ফুলহ্যামের সাথে এক গোলে হেরেছে লিভারপুল।


দলে সাত পরিবর্তন নিয়ে খেলতে নামা লিভারপুল শুরু থেকে ছিল অগোছালো। তাতে অবশ্য কাজের কাজ কিছূ হয়নি। ঠিকই ২০১২ সালের পর প্রথমবার অ্যানফিল্ডে জিতেছে ফুলহ্যাম ।ইয়ুর্গেন ক্লপের দল ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে। লিগ শিরোপা ধরে রাখা এখন অসম্ভবতো বটেই, শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও হুমকিতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img