ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লাইপজিগের ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় বৃহস্পতিবার রাত ১:০০ টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের সেরা ছন্দে নেই পেপ গার্দিওলার দল। সবশেষ দুই ম্যাচে হেরেছে হুলিয়ান আলভারেজ-আর্লিং হালান্ডরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শুরুটা করেছে সিটিজেনরা। লাইপজিগের বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান সিটির পক্ষে কথা বলছে না। জার্মান ক্লাবটির ঘরের মাঠে এর আগে দুই ম্যাচ খেলেছে তারা। একটিতে হারের বিপরীতে ড্র করেছে অন্যটিতে।
তবে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সিটির অতীত পরিসংখ্যান খুবই ভালো। সবশেষ ২১ ম্যাচের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে সিটিজেনরা, ড্র করেছে ৪টি আর হার ১টি। একমাত্র হারটি ২০২১ সালে লাইপজিগের বিপক্ষে। এরপর আর কখনো জার্মান প্রতিপক্ষের কাছে হারেনি সিটি।

লাইপজিগ চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা করেছে জয় দিয়েই। গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ঘরের মাঠে ম্যানসিটিকে রুখে দিতে পারলে শেষ ষোলোতে যাওয়ার পথটা সহজ হবে তাদের জন্য।
ইনজুরির কারণে সিটির সবশেষ ম্যাচে ছিলেন না বের্নাদো সিলভা ও জন স্টোনস। তবে লাইপজিগ ম্যাচের আগে ট্রেনিংয়ে ফিরেছেন তারা। জার্মান ক্লাবটির বিপক্ষে মাঠে নামতে পারেন সিলভা-স্টোনস।
ম্যানসিটির সম্ভাব্য লাইন আপ: এদেরসন (গোলকিপার), কাইল ওয়াকার, ম্যানুয়েল অ্যাকানজি, রুবেন দিয়াস, ইস্কো গাভারদিওল, মাতেও কোভাসিচ, ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ, জেরেমি ডোকু ও আর্লিং হালান্ড।