২৩ অক্টোবর ২০২৪, বুধবার

ম্যানচেস্টার সিটিকে হারাতে পারবে চেলসি?

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে চেলসি। শনিবার রাত ১১:৩০ মিনিটে ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সময়টা ভালো যাচ্ছে ম্যানসিটির। লিগে সবশেষ ৫ ম্যাচের প্রতিটিতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে হুলিয়ান আলভারেজ-কেভিন ডি ব্রুইনারা। বর্তমানে লিগ টেবিলে দুইয়ে আছে পেপ গার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা। ইয়ুর্গেন ক্লপের দল আজ বিকেলে যদি ব্রেন্টফোর্ডের সাথে হেরে যায় আর সিটি চেলসির বিপক্ষে জয় পায়, তাহলে শীর্ষে উঠবে বর্তমান চ্যাম্পিয়নরা।

চেলসির বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান কথা বলছে সিটিজেনদের পক্ষে। ঘরের মাঠে চেলসির বিপক্ষে সবশেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে ম্যানসিটি, হেরেছে দুইটি। দুই দলের সবশেষ ১৯বারের দেখায় মাত্র একবার ক্লিনশিট রাখতে পেরেছে চেলসি।

তবে দুই দলের সবশেষ দেখায় ড্র করায় আলভারেজদের হারানোর স্বপ্ন দেখছে মরিসিও পচেত্তিনোর দল। তবে সিটিজেনদের ঘরের মাঠে কাজটা যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন রাহিম স্টার্লিং-এনজো ফার্নান্দেজরা। তবে লিগে সবশেষ দুই ম্যাচে জয়, চেলসির আশার পালে হাওয়া দিচ্ছে।

অন্যদিকে ইপিএলে শনিবার মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। বেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সন্ধা ৬:৩০ মিনিটে।

শুধু ম্যানসিটি ও লিভারপুল নয়, এদিন মাঠে নামছে টটেনহাম, আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার মতো দল।  সব মিলিয়ে ইপিএল প্রেমীদের জন্য রোমাঞ্চকর একটি দিন অপেক্ষা করছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img