২৭ জুলাই ২০২৪, শনিবার

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

- Advertisement -

দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে টমাস টুখেলের চেলসি। এফএ কাপের সবশেষ পাঁচ দেখায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে চারবারই হেরেছে চেলসি। ব্লুজদের বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতায় সবশেষ নয় দেখায় ছয় জয়ের সমীকরণ নিয়ে ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। তবে সব কঠিন সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে গার্দিওলার দলকে হারিয়েছে চেলসি।

শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে বেশিরভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও হেরে গেছে পেপ গার্দিওলার দল।

গোলশূন্য প্রথমার্ধে শেষ হওয়ার পর চেলসির হয়ে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন হাকিম জিয়েখ। ম্যাচের ৫৫তম মিনিটে জার্মান তারকা টিমো ওয়ার্নারের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সেমিফাইনালে একমাত্র গোলটি করেন মরক্কোর মিডফিল্ডার।

সবশেষ পাঁচবারের চারবারই এফএ কাপের ফাইনালে উঠলো চেলসি। একইসাথে অল ব্লুজদের জার্সিতে স্বপ্নের সময়টা আরও সমৃদ্ধ হল কোচ টমাস টুখেলের।

প্রথম জার্মান কোচ হিসেবে এফএ কাপের ফাইনাল খেলবে সাবেক পিএসজির কোচ। সবমিলিয়ে এফএ কাপের ১৫তম বার ফাইনাল খেলতে যাচ্ছে চেলসি। অল ব্লুজদের চেয়ে বেশিবার এফএ কাপের ফাইনাল খেলতে পেরেছে  আর্সেনাল ২১ বার ও ম্যানচেস্টার ইউনাইটেড ২০ বার ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img