২৭ জুলাই ২০২৪, শনিবার

ম্যানসিটি-আর্সেনাল কি লিভারপুলের সাথে ব্যবধান কমাতে পারবে?

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রাত ৯টায় এরিক টেন হাগের দলের প্রতিপক্ষ ফুলহ্যাম, ১১:৩০ মিনিটে এএফসি বোর্নামাউথের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা, আর রাতের সবচেয়ে বড় ম্যাচে ২টায় নিউক্যাসলের মুখোমুখি হবে আর্সেনাল।

ইপিএলে সুবিধা করতে পারছে না ম্যানইউ। ২৫ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার ৬ নম্বরে। মৌসুমের এখনো বেশ কিছু ম্যাচ বাকি কিন্তু টেন হাগের দল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ম্যানইউয়ের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে ৫ নম্বরে আছে টটেনহ্যাম, আর চারে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯।

ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান কথা বলছে ব্রুনো ফার্নান্দেজদের পক্ষে। দলটির বিপক্ষে ঘরের মাঠে সবশেষ ১৬ ম্যাচ ধরে অপরাজিত ম্যানইউ। এর মধ্যে জিতেছে ১৩টি ম্যাচ, ড্র ৩টি। এছাড়াও চলমান লিগে সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ জয় তাদের আশার পালে হাওয়া দিচ্ছে।

বোর্নামাউথের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি

অন্যদিকে বোর্নামাউথের ঘরের মাঠে ভাইটালিটি স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে পেপ গার্দিওলার দল। বোর্নামাউথকে হারাতে পারলে সিটির পয়েন্ট হবে লিভারপুলের সমান ম্যাচে ৫৯।

বোর্নামাউথ লিগে কখনোই সিটিজেনদের হারাতে পারেনি। দুই দলের ১৯ বারের দেখায় হেরেছে ১৭টি, ড্র করেছে ২ ম্যাচ। সবশেষ ১৩ ম্যাচের প্রতিটিতেই জিতেছে ম্যানসিটি।

শনিবার রাতের সবচেয়ে বড় ম্যাচে নিউক্যাসলের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাগপাইদের হারাতে পারলে লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান কমাতে পারবে গানাররা। লিগে এই মুহুর্তে ২৫ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে মিকেল আরতেতার দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img