২ ডিসেম্বর ২০২৪, সোমবার

‘ম্যানেজমেন্ট যদি বলে দিত আমার ঘাটতিগুলো কোথায়’

- Advertisement -

প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের ওপর গড়, আছে ১১টি সেঞ্চুরি। তবুও কোনো এক অদৃশ্য কারণে জাতীয় দলে নেই মোসাদ্দেক হোসেন। কেন দলে নেই সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই নিজের কাছেও। তবে আছে আক্ষেপ, ‘ম্যানেজমেন্ট যদি বলে দিত ঘাটতিগুলো কোথায়!’

“খেলোয়াড় হিসেবে আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে বা হচ্ছেটা কি! ম্যানেজমেন্টই খুব ভালো বলতে পারবে কেন তারা আমাকে বিবেচনা করতেছে না। আমার ঘাটতিগুলো কোথায় সেটা যদি আমাকে পরিস্কার করে ধরায় দিত, তাহলে হয়তো আমার জন্য ভালো হতো” – বলছিলেন মোসাদ্দেক

বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটে মোসাদ্দেক

বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ চলছে, গত ম্যাচেই অর্ধশতক করার পরেও ওয়ালটন মধ্যাঞ্চল দলে নেই মোসাদ্দেক। তবে, এখানে না থাকার কারণটা বেশ ভালোভাবেই জানেন তিনি। গত ম্যাচে ব্যাটিং করার সময়ে পেয়েছিলেন চোট, সেই চোটের কারণেই সতর্কতা অবলম্বনে খেলছেন না পূর্বাঞ্চলের বিপক্ষে মিরপুরে, “প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় আমার সাইড স্ট্রেনে লাগে এবং সেটা গ্রেড ওয়ান। এখন সেটা ভালোর দিকে। পরের ম্যাচ থেকেই খেলব ইনশাআল্লাহ।”

সামনেই বিপিএল; মোসাদ্দেক খেলতে চান ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ীই। তবে, আপাতত পুরো দৃষ্টি রাখতে চান চলমান বিসিএলেই। খেলতে চান দারুণ কিছু ইনিংস, বার্তা দিয়ে রাখতে চান নির্বাচকদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img