২৭ জুলাই ২০২৪, শনিবার

ছয় ছক্কার এলিট ক্লাবে নাম উঠালেন থিসারা পেরেরা

- Advertisement -

তিন সপ্তাহের ব্যবধানে ক্রিকেট বিশ্ব দেখলো ছয় বলে ছয় ছক্কার আরেকটি ম্যাজিক্যাল শো। এবার প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে যোগ দিয়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন কীর্তি গড়েছেন তিনি।

প্যানাগোদার আর্মি গ্রাউন্ডে মেজর ক্লাব টুর্নামেন্টে শ্রীলঙ্কা আর্মির হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন ৩১ বছর বয়সী পেরেরা। ক্যামিও ইনিংসটি সাজানো ছিল ৮টি ছয় দিয়ে। ৪১ ওভারের ম্যাচে তাঁর দলের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পেরেরা। তখন ইনিংসে মাত্র ২০ বল বাকি ছিল।  অফ-স্পিনার দিলহান কুরের ওভারেই তান্ডব চালান। নবম ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন পেরেরা। ১৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ১২ বলে হাফ সেঞ্চুরি আছে কৌশলা বীরারত্নের।

কয়দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ধনঞ্জয়ার ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পেরেরা-পোলার্ড ছাড়াও স্বীকৃত ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ডের তালিকায় আছেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হুইটলি, হজরতউল্লাহ জাজাই ও লিও কার্টার। ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img