১৬ অক্টোবর ২০২৪, বুধবার

যেখানে ব্রাভোর পরে সাকিবই একমাত্র

- Advertisement -

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পঞ্চম ম্যাচে মাঠে লড়ছে জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রামে। এই ম্যাচ দিয়েই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। ক্রিকেটের কুড়ি ওভারের সংস্করণে সাকিবের রান এখন ৫ হাজার।

এই ইনিংসের আগে সাকিবের রান ছিল ৪৯৯৭। চতুর্থ ওভারে শরিফুল ইসলামের বল স্কয়ার লেগে পাঠিয়ে সাকিব পৌঁছে যান ৫ হাজার রানের এলিট ক্লাবে।

ফুটবলটাও খারাপ খেলেন না সাকিব

৫ হাজার রানের মাইলফলক স্পর্শের সঙ্গে উইন্ডিজ অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোর পর প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব এখন একই সঙ্গে ৫ হাজার  রান এবং ৩৫০ বা তার বেশী উইকেটের অধিকারী।

বল হাতে ৭-এর কম ইকোনমিতে এখন পর্যন্ত সাকিবের উইকেট সংখ্যা ৩৫৫। ব্যাট হাতে সাকিব রান করেছেন প্রায় ২১ গড়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img