বিশ্বকাপের দলে সুযোগ পাননি তামিম ইকবাল। তাকে ছাড়াই মেগা আসরে খেলবে বাংলাদেশ দল। তামিম না থাকার বিষয়ে, যেটা হয়ে গেছে সেটা ঠিক করার মত কিছু নেই বলে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন।
বুধবার গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, “আমার মনে হয় স্বপ্ন তো এই ১৫ জনের চোখে আছে নিশ্চয়। সেই স্বপ্নটা বাস্তবয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য আমার মনে হয় শুধু প্লেয়াররা না, আমাদের সাপোর্ট স্টাফ, সবাইকে এক সুতোয় থাকতে হবে। আমরা যাতে টিম স্পিরিটটা বিল্ড-আপ করতে পারি। যেটা হয়ে গেছে, সেটা আসলে ঠিক করার কিছু নেই এখন আর। কালকের দিনটা দেখতে হবে, সামনের দিকটা দেখতে হবে। সেই আশাতেই যাচ্ছি”
বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক ফটোসেশন হয় কিন্তু এবার তা হচ্ছে না। এই বিষয়েও কথা বলেছেন বিশ্বকাপে বাংলাদেশের ডিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সুজন।
“অনেক সময় অনেক কিছু আসলে হয়না। সত্যি কথা বলতে দল ঘোষণা করতে দেরি হয়েছে। গতকালকে একটা খেলা ছিল, ছেলেরা ক্লান্ত। এই জন্যে হয়তোবা সব মিলিয়ে হয়নি। আজকে একটু সবার ব্যস্ততা ছিল, গুছানোর ব্যাপার আছে। বিশ্বকাপে যাচ্ছি ইনশাআল্লাহ, দেশে ছবি তুলতে পারিনি কিন্তু ওখানে গিয়ে তুলব”– বলছিলেন সুজন।
বুধবার বিকেল চারটায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ক্রিকেটাররা। গুয়াহাটিতে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। তাওহীদ হৃদয়-লিটন কুমার দাশদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।