সময় যখন খারাপ যায়, তখন সবকিছুই স্রোতের বিপরীতে চলতে থাকে। সৌম্য সরকারের ক্ষেত্রেও যেন এমনটাই হচ্ছিলো এতদিন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া লিগে আহামরি পারফর্ম করতে পারেননি, যখন আবারও টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন তখনও সফল হচ্ছিলেন না। সৌম্যকে শুনতে হয়েছে অনেক সমালোচনাও। অবশেষে ৫ বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন, দল হারলেও ম্যাচসেরা হয়েছেন; অবশেষে সংবাদ সম্মেলনে এসে সমালোচনা নিয়ে মুখও খুলেছেন সৌম্য।
“ক্রিকেট প্লেয়ার প্রতিদিন ভালো খেলবে না। আপনি যেমন একটা মানুষ প্রতিদিন ভালো খাবার আশা করবেন না, আমরাও প্রতিদিন ভালো খেলব আশা করি না। আমরা ক্রিকেটাররা হাসার চাইতে বেশি কাঁদি। কেননা কেউ পুরো একটা সিরিজ খেললে ১-২ তা ম্যাচ ভালো খেলে। তার খারাপই যায়।”
এ ব্যাপারে তিনি আরো বলেন, “ওটা নিয়ে আমরা পড়ে থাকলে আমরা নিজেরাই পিছিয়ে যাব। সুতরাং যতটুকই ইতিবাচক সেটা নিয়ে চিন্তা করা হয় বেশি। কীভাবে সামনে আরও ভালো করা যায় সেখানেই ফোকাস থাকে। এর মধ্যে যতটুকু পারফেকশান আমরা করতে পারি, সেটা নিয়েই ম্যাচে যাওয়ার চিন্তা করি।”
তবে খারাপ সময়ে যারা টাইগার ব্যাটারের পাশে ছিলেন, তাদের প্রতিও জানিয়েছেন কৃতজ্ঞতা, “সবকিছুর আগে আমি ধন্যবাদ দিবো আমার পরিবারকে। আমার বউকে। সবকিছুতে সমর্থন করার জন্য। আমার সতীর্থরা তো আছেই। যতটুকু অনুশীলন করার সুযোগ পাচ্ছি, ব্যাটিং করছি সেও (হাথুরুসিংহে) অনেক সমর্থন করেছে। যে ইতিবাচক কথা বলে আমি তার সঙ্গেই থাকি।”