দীর্ঘ দশ বছর ধরে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিভিন্ন গণমাধ্যমের খবর, আগামী ৩১ ডিসেম্বরের পর তার সাথে আর চুক্তির মেয়াদ বাড়াবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের নির্বাচক হিসেবে না থাকলেও জীবনের বাকিটা সময় ক্রিকেটের সঙ্গেই কাটিয়ে দিতে চান নান্নু।
বিসিবি যদি তার সাথে চুক্তির মেয়াদ আর না বাড়ায় তাহলে কি করবেন এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, “ওটার পরিকল্পনা আমি তখন করবো। বোর্ড তো এখনও আমাকে কিছু জানায়নি। মাননীয় বোর্ড সভাপতি যখন জানাবে আর কন্টিনিউ করছি না। তখন আমার সিদ্ধান্ত নেবো কী করবো। আমাকে তো কিছু করতে হবে। ক্রিকেট দিয়েই তো সারাজীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচবো কিছু তো করতে হবে। ক্রিকেটের সঙ্গেই থাকবো”
গুঞ্জন আছে নান্নুকে ম্যাচ রেফারির দায়িত্ব দিতে পারে বিসিবি। তবে টাইগারদের প্রধান নির্বাচকের ভাবনা তাকে কেউ কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে পারে না। সেই সাথে কোচিং করানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।
নান্নু বলেন, “এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো কেউ আমাকে জোর করে চাপিয়ে দিতে পারে না। আমি নির্বাচকের আগে কোয়ালিফাইড লেভেল থ্রি কোচ। আমার তো ওদিক দিয়েও চিন্তা-ভাবনা আছে। খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি। বাকি জীবনটা তো ক্রিকেটের সঙ্গে কাটবে। আমি কী করবো এটার সিদ্ধান্ত তো আমি নেবো”
আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে প্রধান নির্বাচক হিসেবে নান্নুর মেয়াদ। দেখা যাক, আবারও একই দায়িত্বে নাকি নতুন কোনো ভূমিকায় দেখা যায় তাকে।