১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

যে কারণে চেন্নাইয়ে মুস্তাফিজ

- Advertisement -

সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। সবশেষ বিশ্বকাপেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। গত আইপিএলেও দিল্লির হয়ে খেলেছিলেন মোটে দুটি ম্যাচ। তাই অনেকেই ধরে নিয়েছিলেন, এবার বুঝি আইপিএলে অবিক্রিত থেকে যাবেন মুস্তাফিজ। তা হয়নি, কাটার মাস্টারকে দুই কোটি রুপিতে দলে নিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস।

মূলত চেন্নাইয়ের উইকেটের কথা বিবেচনায় মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের অন্যান্য উইকেটের তুলনায় চেন্নাইয়ের উইকেট কিছুটা স্লো হয়ে থাকে। যেটা মুস্তাফিজের মতো বোলারদের জন্য আদর্শ পিচ। তাই ঘরের মাঠের সুবিধা তুলে নিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে স্টিভেন ফ্লেমিংয়ের দল।

তাছাড়া চিপকের দুই পাশের বাউন্ডারির বড় সীমানাও মোস্তাফিজ কাজে লাগাতে পারবেন। শনিবার নতুন সাইনিং নিয়ে কথা বলার সময় এসব কারণের কথা উল্লেখ করেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন। তিনি বলেন, “আমাদের মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো পছন্দ হতে পারে। (নিলামের আগে থেকেই) আমাদের ভাবনায় এসব ছিল। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদের পাবো। সৌভাগ্যবশত, এবারের নিলাম আমাদের ভালো কেটেছে”

সবশেষ মৌসুমে দিল্লির জার্সিতে দেখা গেছে মুস্তাফিজকে। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি খুব একটা। তারচেয়ে বড় দলটির সোশ্যাল মিডিয়ার পোস্টে বেশি দেখা গেছে কাটার মাস্টারকে। এ নিয়ে সেসব পোস্টের নিচে নিজেদের হতাশা ও ক্ষোভ ঝেড়েছে টাইগার সমর্থকরা। এবারও এমনটা হতে পারে বলে আশংকা করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে আদতেই তাকে বসিয়ে রাখা হবে, নাকি নিয়মিত সুযোগ মিলবে- তা জানতে অপেক্ষায় থাকতে হবে সমর্থকদের।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img