১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

যে কেউই রেস্ট, ব্রেক নিতে পারে: পাপন

- Advertisement -

অবশেষে সাকিব আল হাসানের নিউজিল্যান্ড সফর ইস্যুতে মুখ খুলেছে বিসিবি। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন জানিয়েছেন প্রয়োজন হলে ছুটি নিতে পারে যে কেউই। তবে, সাকিব যাচ্ছেন কি যাচ্ছেন না তা স্পষ্ট করে বলেননি বিসিবি সভাপতি।

“নিঃসন্দেহেই সাকিব আমাদের দেশের সেরা খেলোয়াড়। তবে আমরা প্রথম থেকেই বলে এসেছি, যে কেউই রেস্ট, ব্রেক কিংবা ছুটি নিতে পারে। আমাদের তাতে কোনো আপত্তি নেই”

তবে, বিসিবি সভাপতি চান সব ব্যাপারগুলো ঘটুক অফিশিয়ালি। সকলেই আগে থেকেই যেনো জানায়। সেইসাথে পাপন জানিয়েছেন, জানুয়ারি থেকে আগাবেন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী। প্রত্যেক খেলোয়াড়কে জানাতে হবে তাদের পরিকল্পনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img