১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

যে রেকর্ড ভুলে যেতে চাইবেন লিটন

- Advertisement -

২০২৩ সাল খুব একটা ভালো কাটেনি লিটন কুমার দাশের। এ বছরে এশিয়া কাপ ও বিশ্বকাপে ডানহাতি ব্যাটারের উপর সমর্থকরা যা প্রত্যাশা করেছিলেন, তা মেটাতে পারেননি তিনি। ২০২৩ সালে সবশেষ ওয়ানডে খেলে ফেলেছে বাংলাদেশ। বছর শেষের ম্যাচটি টাইগাররা জয় দিয়ে শেষ করলেও অনাকাঙ্খিত একটি রেকর্ড ভুলে যেতে চাইবেন লিটন।

২০২৩ সালে চারজন ব্যাটার সর্বোচ্চ ৫ বার করে শূণ্য রানে আউট হয়েছেন। অর্থ্যৎ কোনো রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন। এর মধ্যে আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর একমাত্র খেলোয়াড় বাংলাদেশের লিটন। বাকি তিন ব্যাটার সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও কার্তিক মিয়াপ্পান এবং নেপালের আসিফ শেখ।

লিটন এ বছর ২৮ ইনিংসে ব্যাটিং করে ২৬.০৪ গড়ে ৬৫১ রান করেছেন। ৫টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেও করতে পারেননি কোনো সেঞ্চুরি। গত বছরে তুলনামূলক ভালো করেছিলেন লিটন। মাত্র ১৩ ইনিংসে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেছিলেন।

এ বছরটা ভালো কাটেনি বাংলাদেশেরও। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ৩২টি ওয়ানডে এ বছর খেলেছে টাইগাররা। যেখানে মাত্র ১১টি ম্যাচে জিততে পেরেছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। যা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। ২০০৬ সালে ২৮ ম্যাচ খেলে ১৮টিতে জিতেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন দল। এখন পর্যন্ত জয়ের সংখ্যায় সেটিই বাংলাদেশের সফলতম বছর।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img