১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

রংপুরকে ৫ উইকেটে হারিয়ে বরিশালের দারুণ শুরু

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানদের হারিয়ে টুর্নামেন্টে শুরুটা দারুণ করলো তামিম ইকবালের দল।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় ফরচুন বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ও ইবরাহিম জাদরান। দুজনের প্রথম উইকেট জুটি থেকে ওঠে ৩২ রান। ইবরাহিমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সাকিব। তবে আরেক ওপেনার তামিম খেলেছেন দারুণ।

রংপুরের স্পিনারদের বিপক্ষে সাবলীলভাবে ব্যাটিং করেছেন বরিশাল অধিনায়ক। তবে স্পিনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। মোহাম্মদ নবীর বলে বাইরে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়েছেন বাঁহাতি এ ব্যাটার। তার আগে করেছেন ২৪ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫ রান।

তিনে এসে দারুণ ব্যাটিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি। হাসান মুরাদের উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মিরাজ। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ১৮ বলে ২০ রান।

এর আগে টসে হেরে প্রথম ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৩৪ রান তোলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৪ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারী। ২৩ বলে ২ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেছেন রংপুর অধিনায়ক সোহান।

রংপুর ১৩৪ রান করতে পেরেছে শেষ দিকে শেখ মাহেদী হাসানের ১৯ বলে ২৯ রানের কল্যাণে।

ফরচুন বরিশালের হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। দুটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img