দেশের ক্রিকেটে বইছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাওয়া। ১৯ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরকে সামনে রেখে ব্যস্ততা শুরু হয়েছে দলগুলোর। বিপিএলে বরাবরই ভালো দল গড়া রংপুর রাইডার্স সবার আগে শুরু করে দিয়েছে অনুশীলন।
নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে করছে প্রথম দিনের অনুশীলন করেছেন রাইডার্সের খেলোয়াড়রা। হাসান মাহমুদ, হাসান মুরাদ, আবু হায়দার রনি, শামীম পাটোয়ারীসহ অনেকেই ছিলেন এদিন। ফরচুন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেওয়া সাকিব আল হাসানেরও অনুশীলনে আসার কথা রয়েছে।
রংপুর রাইডার্স:
দেশি খেলোয়াড়: সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি ও আশিকুজ্জামান।
বিদেশি: আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, বাবর আজম, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ব্রান্ডন কিং, ইহসানউল্লাহ, মোহাম্মদ নবী, ইয়াসির মোহাম্মদ ও মাইকেল রিপন।