১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

‘রদ্রিগো তার সেরা ফর্ম ফিরে পেয়েছে’

- Advertisement -

মৌসুম শুরুর দিকে রদ্রিগোর ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সবখানেই ট্রলের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি রদ্রিগো। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন রদ্রিগো তার সেরা ফর্মে ফিরে এসেছে।

লা লিগায় সবশেষ ৩ ম্যাচে ৫টি গোল করেছেন রদ্রিগো। পাশাপাশি গোলে সহায়তা করেছেন আরও ৩টি। সব মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৭ গোল আর ৪ অ্যাসিস্ট। শুধু গোল করেই ক্ষান্ত থাকছেন না রদ্রিগো। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি মাঠে নিয়ন্ত্রন প্রতিষ্ঠাতেও দারুণ ভূমিকা রাখছেন ব্রাজিলিয়ান তারকা।

রদ্রিগোর এমন ফর্মের বিষয়ে আনচেলত্তি বলেন, “সে তার সেরা ফর্ম ফিরে পেয়েছে, অনেকগুলো গোল করেছে। মানুষ বলে সে কেবল বাঁ-পাশ দিয়ে গোল করে, দ্বিতীয়ার্ধে আমি তাকে ডানপাশে খেলতে দিয়েছি, আমি ভেবেছি, সেখানে সে আরো বেশি সুযোগ তৈরি করবে”

শনিবার রাতেও গোলের দেখা পেয়েছেন রদ্রিগো। গ্রানাদার বিপক্ষে রিয়ালের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচ দ্বিতীয় গোলি আসে ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে।

রদ্রিগোর গোলটির বিষয়ে আনচেলত্তি বলেন, “সে হোসেলু, বেলিংহাম, ব্রাহিমের সাথে দুর্দান্ত লড়াইয়ের পরে গোল করেছে। এটি একটি ভাল গোল ছিল”

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে জিরোনা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img