১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

রমিজই হলেন পিসিবি চেয়ারম্যান

- Advertisement -

তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক পাকিস্তানি জাতীয় দলের ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। আজ (সোমবার) লাহোরে পিসিবি আয়োজিত এক বিশেষ সভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় এই পদে নির্বাচিত হন রমিজ। সাবেক চেয়ারম্যান এহসান মানি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তাঁর জায়গায় আসীন হলেন এই ৫৯ বছর বয়সী।

রমিজ যে পরবর্তী পিসিবি চেয়ারম্যান হতে যাচ্ছেন, তা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। প্রধানমন্ত্রী ইমরান খান নিজে তাঁর নাম সুপারিশ করেছিলেন পিসিবি গভর্নিং বডির কাছে। এদিকে এহসান মানি নিজের দায়িত্বের মেয়াদ শেষ হবার পর তা বর্ধিত করতে অস্বীকৃতি জানান। তখনই প্রায় নিশ্চিত হয়ে যায়, রমিজই হচ্ছেন পরবর্তী পিসিবি চেয়ারম্যান। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, রমিজই হতে যাচ্ছেন চেয়ারম্যান

পিসিবি নির্বাচন কমিশনার জাস্টিস (অবসরপ্রাপ্ত) শেখ আজমত সাইদের সভাপতিত্বে একটি বিশেষ সভায় ৩৬তম পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রমিজ। সভায় আরো উপস্থিত ছিলেন আসিম ওয়াজিদ জাওয়াদ, ওয়াসিম খান, জাভেদ কুরেইশি, আসাদ আলী খান, আরিফ সাইদ, আলিয়া জাফরসহ পিসিবির সকল গভর্নিং বডির সদস্যগণ।

নির্বাচিত হবার পর গভর্নিং বডির উদ্দেশ্যে বক্তব্য রাখেন রমিজ। জানান, পাকিস্তান ক্রিকেটকে আরো শক্তিশালী করার ব্রত নিয়েই কাজ করবেন তিনি।

“আমাকে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ। পাকিস্তান ক্রিকেট মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠুক সেই লক্ষ্যে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো আমি।” – বলেছেন রমিজ

পাকিস্তান ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানান রমিজ

“আমার প্রধান লক্ষ্য হবে পাকিস্তান পুরুষ জাতীয় দলকে সেই সংস্কৃতি, মানসিকতা ও শরীরী ভাষায় গড়ে তোলা যা এককালে পাকিস্তানকে সবচাইতে দুর্ধর্ষ ক্রিকেট খেলুড়ে জাতিতে পরিণত করেছিল”- যোগ করেন রমিজ।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। তাঁর আগের তিনজন হলেন আবদুল হাফিজ কারদার (১৯৭২-১৯৭৭), জাভেদ বুরকি (১৯৯৪-১৯৯৫) ও ইজাজ বাট (২০০৮-২০১১)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img