৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

রশিদের জায়গায় বিশ্বকাপে আফগানিস্তান দলের নেতৃত্বে নবি

- Advertisement -

বৃহস্পতিবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রশিদ খানকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দল ঘোষণার কিছুক্ষণ পরেই অধিনায়কের দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন আফগান অলরাউন্ডার; তার বদলে বিশ্বকাপে দলের নেতৃত্বে দেখা যাবে মোহাম্মদ নবিকে, এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

একজন অধিনায়ক হিসেবে দল নির্বাচনে তার মতামতও নেয়া উচিত মনে করেন আফগান লেগস্পিনার। কিন্তু, তার কোনো মতামতই নেয়নি আফগান ক্রিকেট; তাই অনেকটা অভিমান করেই অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কত্ব না করার কারণ বলার জন্য টুইটারকেই বেছে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

 “একজন অধিনায়ক আর দেশের প্রতি  দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দল নির্বাচনে আমারও অংশগ্রহণ করার কথা।  এসিবি মিডিয়া (টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য) যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি কেউই আমার থেকে কোনো মতামত নেয়নি”- অধিনায়কত্ব না করার কারণ হিসেবে রশিদ

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাবেন তিনি। দেশের হয়ে খেলতে পারা সবসময়ই গৌরবের, এমনটাই জানিয়েছেন রশিদ খান।

“আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু, আমি দেশের হয়ে খেলে যাবো, এটা সবসময়ই গর্বের”- বলছিলেন আফগান তারকা

রশিদ সরে দাড়ানোর পর বিশ্বকাপে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে মোহাম্মদ নবিকে। আফগানদের বিশ্বকাপ দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদও।

 

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড 

মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মুজিব-উর-রহমান, করিম জান্নাত, গুলবাদিন নাইব, নাভিন-উল-হক, হামিদ হাসান, শরফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান এবং কায়েস আহমেদ।

অতিরিক্ত খেলোয়াড়: আফসার জাজাই, ফরিদ মালিক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img