২৭ জুলাই ২০২৪, শনিবার

রশিদ-শামসির মধুর লড়াই

- Advertisement -

রশিদ খান টি-টোয়েন্টিতে বড় নাম, তবে সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি অনেকদিন ধরেই শ্বাস ফেলছেন তার ঘাড়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে পেয়েছেন ছয় উইকেট, ব্যবধান কমেছে আরও। রশিদ খানের পয়েন্ট ৭৩৬, তার ৭৩৩।

সেরা পাঁচের বাকি সবাই নেমেছেন একধাপ করে। পরের তিন অবস্থানে আছেন যথাক্রমে মুজিব উর রহমান, আদিল রশিদ, অ্যাডাম জ্যাম্পা।

র‌্যাংকিংয়ের সবচেয়ে বড় লাফটা দিয়েছেন প্রিটোরিয়াস, এগিয়েছেন ৭০ ধাপ, আছেন ৫১ নম্বরে। সদ্য সমাপ্ত সিরিজে দারুন বোলিংয়ের ফল পেয়েছেন পাকিস্তানি পেইসার শাহীন আফ্রিদি, পাঁচ ধাপ এগিয়ে আছেন ১১ নম্বরে।

র‌্যাংকিংয়ে মোহাম্মদ রিজওয়ানের লম্বা লাফ

ব্যাটিং পজিশনে এসেছে বেশকিছু পরিবর্তন। তবে যথারীতি সেরা ডেডিড মালান। সাউথ আফ্ব্যারিকার বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছিলেন মোহাম্মদ রিজওয়ান, এগিয়েছেন ১১৬ ধাপ, আছেন ৪২ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাংকিং আছে আগের মতোই, সেরা মোহাম্মদ নবী। দুই নম্বরে আছে সাকিব আল হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img