৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করলো পাকিস্তান

- Advertisement -

আগামী ২১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে টাইগারদের মুখোমুখি হওয়ার একদিন আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।

আগেই জানা গিয়েছিল, রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটে পেসাররা সহায়তা পেতে পারেন। সেজন্য পাকিস্তান স্কোয়াডে থাকা একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদকে না খেলিয়ে পাকিস্তান শাহিনসের সাথে যোগ দিতে পাঠানো হয়। স্বাভাবিকভাবেই তাই নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে স্বীকৃত কোনো স্পিনারকে খেলাচ্ছে না স্বাগতিকরা। তবে সালমান আলী আগাকে স্পিনারের ভূমিকায় দেখা যাবে সেটা মোটামুটি নিশ্চিত।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে পেসারদের ছড়াছড়ি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ খুররম শেহজাদ ও মোহাম্মদ আলীরা সাকিব আল হাসান-লিটন দাশদের পরীক্ষা নিতে প্রস্তুত। প্রথম টেস্ট শুরুর একদিন আগেই স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় একাদশে নেই আমের জামাল।

টাইগারদের বিপক্ষে পাকিস্তানের হয়ে ব্যাটিং ইনিংসের শুরুটা করবেন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। তিনে খেলতে পারেন অধিনায়ক শান মাসুদ, চারে বাবর আজম।

প্রথম টেস্টের পাকিস্তান একাদশ:

আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img