নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুরুতেই জোড়া সাফল্য এনে দিয়েছেন তানজিম হাসান সাকিব। প্রথমে ওপেনার রাচিন রবীন্দ্রকে ফেরানোর পর তিনে আসা হেনরি নিকোলসকেও প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ পেসার।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি সাকিব। শুরু থেকেই দারুণ লাইন লেংথে বোলিং করার পুরস্কার পেয়েছেন তিনি। তার মিডল ও অফ স্টাম্প লাইনের বলে স্কয়ারড-আপ হয়ে খোঁচা দিয়েছেন রবীন্দ্র। উইকেটের পেছনে বাকি কাজটুকু সেরেছেন মুশফিক।
অষ্টম ওভারে এসে দ্বিতীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে ফিরে গেছেন নিকোলস। মিডঅফে ক্যাচ নিয়েছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭ রান। উইল ইয়াং অপরাজিত আছেন ১৩ রানে, টম ল্যাথামের সংগ্রহ অপরাজিত ৪ রান।