১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

রাজনীতির মাঠে ‘টেস্ট’ খেলতে প্রস্তুত সাকিব!

- Advertisement -

ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসান এখন রাজনীতির মাঠেও সক্রিয়, মাগুরা-১ আসনের এমপি। সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর বুধবার শপথ গ্রহণ করেছেন টাইগার অধিনায়ক। শপথ গ্রহণের পরেই সাকিব জানিয়েছেন, রাজনীতির মাঠে টেস্ট ক্রিকেটের মতো করেই খেলতে চান তিনি।

“যদি দীর্ঘমেয়াদি কাজ করার সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেয়ার চেষ্টা করব। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্যে আমি প্রস্তুত আছি”- গণমাধ্যমে সাকিব আল হাসান 

প্রথমবারের মতো মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়েছিলেন সাকিব। এ আসনে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিতও হয়েছেন। নির্বাচন শেষ হওয়ার পরের দিন থেকেই ক্রিকেটে মন দিয়েছেন এই অলরাউন্ডার। আপাতত সাকিবের পুরো ফোকাস বিপিএলে, খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img