১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

রাজশাহীকে হারিয়ে এনসিএলের টায়ার-২ চ্যাম্পিয়ন চট্টগ্রাম

- Advertisement -

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টায়ার-২ এর ফাইনালে রাজশাহী বিভাগকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক সদ্যই টেস্ট দলে ডাক পাওয়া হাসান মুরাদ।

বিশ্বকাপ শেষ করে এসে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমরা রাজশাহীর হয়ে এনসিএলে খেলেছেন। তিনজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। যদিও দুই ইনিংসেই শান্ত শুরুটা করেছিলেন ভালো কিন্তু বড় রান করতে পারেননি তিনি।

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম প্রথম ইনিংসে শুণ্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছিলেন। তবে পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করা হাসান মুরাদের বলে ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তরুণ ওপেনার তামিম নিজের বাজে ফর্ম ধরে রেখেছেন। প্রথম ইনিংসে মাত্র ১০ রান করার পর দ্বিতীয় ইনিংসের রানের খাতায় খুলতেই পারেননি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী অলআউট হয় ১৮৯ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে স্কোরবোর্ডে ২৯০ রান তোলে স্বাগতিকরা। ১০১ রানের লিড পায় চট্টগ্রাম। রাজশাহী দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে একটা সময় ইনিংস ব্যবধানে হারের পথে ছিল। সানজামুল ইসলামের অপরাজিত ৩৬ রানে ইনিংস ব্যবধানে হার এড়ায় শান্ত-মুশফিকরা।

তবে চট্টগ্রামকে লক্ষ্যটা ২৪ রানের বেশি দিতে পারেনি তারা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাহমুদুল হাসান জয় ও পারভেজ হাসান ইমনের ব্যাটে সহজেই জয় পায় চট্টগ্রাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img