২৭ জুলাই ২০২৪, শনিবার

রাজশাহীকে হারিয়ে প্লে-অফের আশা টিকিয়ে রাখল ঢাকা

- Advertisement -

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পোক্ত দলই সাজিয়েছিল ঢাকা। তবে তাদের টুর্নামেন্ট শুরু হয় হারের হ্যাট্রিক দিয়ে। প্রথম থেকেই ছন্দহীন ঢাকা প্রথম জয় পায় নিজেদের চতুর্থ ম্যাচে। শুক্রবার পঞ্চম ম্যাচেও জিতেছে বেক্সিমকোর মালিকানাধীন দলটি, মিনিস্টার রাজশাহীকে হারিয়েছে ২৫ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে বাজে শুরুর পরেও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। ২৯ বলে ৩৭ করেছেন মুশি। তবে সবকিছু আড়াল করে দিয়েছে ইয়াসির আলীর ৩৯ বলে ৬৭ রানের ইনিংস। আরেক তরুণ, যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর রান ৪৫ রান, ২৩ বলে। বিশ ওভারে বেক্সিমকো ঢাকা তুলেছে ১৭৫ রান।

ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির আলী

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। রনি তালুকদার (২৪ বলে ৪০), ফজলে রাব্বী (৪০ বলে ৫৮) চেষ্টা করেছেন, কিন্তু তাতে ম্যাচ জেতা হয়নি। রাজশাহী অল আউট হয়েছে ১৫০ রানে। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন ঢাকার মুক্তার আলী।

সংক্ষিপ্ত স্কোর:

বেক্সিমকো ঢাকা: ১৭৫/৫ (২০ ওভার) (মুশফিক ৩৭, ইয়াসির ৬৭, আকবর ৪৫*, মেহেদি ৪-০-২৩-১, মুকিদুল ৩-০-৩৮-২)

মিনিস্টার গ্রুপ রাজশাহী: ১৫০/১০ (১৯.১ ওভার) (রনি ৪০, ফজলে মাহমুদ ৫৮; শফিকুল ৪-০-৩১-৩, মুক্তার ৪-০-৩৭-৪)

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img