১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘রাজসিক’ ফেরা বোধহয় একেই বলে!

- Advertisement -

রাজসিক ফেরা বোধহয় একেই বলে! গত মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বাঁ হাতে চোট পান ট্রাভিস হেড। স্ক্যানে চিড় ধড়া পড়ে বাঁহাতি ওপেনারের। তাকে দেশে রেখেই বিশ্বকাপে খেলতে আসে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে হেড দলে ফিরলেন, শুধু ফিরেছেন বললে হয়তো কিছুটা ভুল হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে কত সুন্দরভাবে ফেরাটা রাঙালেন!

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন অজি ওপেনার। যা এই বিশ্বকাপে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সাথে যৌথভাবে দ্রুততম ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক গ্লেন ম্যাক্সওয়েলের। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২১ বলে অর্ধশতক করেছিলেন তিনি। ২৫ বলে অর্ধশতক আছে অ্যালেক্স ক্যারিরও। ২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করেছিলেন ক্যারি।

তবে ফিফটি করেই থামেননি হেড। তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ৬৭ বলে ১০ বাউন্ডারি ও ৭ ছক্কায় যখন ১০৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সতীর্থদের দাঁড়িয়ে করতালিই বুঝিয়ে দিচ্ছিল অজি ওপেনারের এই ইনিংসের মহাত্ম।

অস্ট্রেলিয়া আজ প্রথম পাওয়ার প্লেতে রান তুলেছে ১১৮। প্রথম ১০ ওভারে রান তোলার রেকর্ডে যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। আর ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে প্রথম ১০ ওভারে ১১৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img