প্রথম ম্যাচে খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। আর্চারের ইনজুরিতে মুস্তাফিজের দলে থাকার রাস্তা পোক্ত হয়েছিল, তবে তিনি তা পুরোপুরি কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের দলে থাকা নিয়েও ছিল সংশয়, যদিও স্টোকস ইনজুরিতে পড়ায় মুস্তাফিজের বিকল্প নিয়ে হয়তো ভাবেনি রাজস্থান রয়েলস।
মুস্তাফিজ সুযোগ পেয়েছেন তবে দলে ২ পরিবর্তন। স্টোকসের বদল মিলার আর গোপালের বদল উনদারকাট। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়েলস।
Changes in the XI ✌
Change in Result ??#HallaBol | #RoyalsFamily | #RRvDC | @Dream11 pic.twitter.com/7ykQCxGt9A— Rajasthan Royals (@rajasthanroyals) April 15, 2021
প্রথম ম্যাচে দারুন ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি সানজু স্যামসন। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ দিল্লি, দারুন ছন্দে থাকা পন্থদের বিপক্ষে লড়তে হলে সেরা খেলাটাই খেলতে হবে মুস্তাফিজুর রহমানদের।
অন্যদিকে মুস্তাফিজ প্রথম ম্যাচে ব্যর্থ হলেও বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচে এসে বোলিংয়ে ছিলেন দুর্দান্ত, যদিও ব্যাটিংয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি, দল হেরেছে, খানিক সমালোচনাও সহ্য করতে হয়েছে মর্গ্যানের দলকে।