১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

রাজাপাকসের পর এবার অবসরে গুনাথিলাকা

- Advertisement -

কুইন্টন ডি কক, ভানুকা রাজাপাকসের পর এবার অবসরে দানুশকা গুনাথিলাকা! নতুন বছরের সূচনালগ্ন হতেই বিশ্ব ক্রিকেট হারাচ্ছে একের পর এক তরুণ খেলোয়াড়, যাদের আরও কয়েক বছর দেশের হয়ে সার্ভিস দেয়ার দারুণ সুযোগ ছিল। পারিবারিক কারণে ডি কক এবং রাজাপাকসে অবসরের ঘোষণা দিলেও, গুনাথিলাকার অবসরের পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন ফিটনেস টেস্ট আইন।

তবে, আশার খবর, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে থাকছেন গুনাথিলাকা; নিজেকে সরিয়ে নিচ্ছেন শুধু টেস্ট ক্রিকেট থেকেই, “শ্রীলঙ্কার হয়ে মাঠে খেলতে নামাটা অনেক গর্বের। আগামীতেও যখনই সুযোগ পাব, দলের হয়ে নিজের সর্বোচ্চটা দিতে চাই।”

শ্রীলঙ্কার হয়ে আটটি টেস্ট ম্যাচ খেলেছেন গুসনাথিলাকা; ১৯ গড়ে রান মাত্র ২৯৯, নেই কোনো শতক। ওয়ানডেতে অবশ্য গড়টা বেশ ভালো, ২ সেঞ্চুরি আর ৩৭ গড়ে করেছেন ১৫২০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও আছে ৩ অর্ধশতক, ২৯ ইনিংসে রান ৫৬৮; গড় ২০।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img