চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ দ্বৈরথ মানেই যেন উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। মঙ্গলবার রাতেও ঠিক সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। যদিও বিজয়ের হাসিটা বায়ার্নেরই পক্ষেই বেশি চওড়া। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি।
গেল কয়েক বছর আগে জার্মান জায়ান্টের কাছে তো ৮-২ গোলে হারের লজ্জায় ডুবেছিল কাতালানরা। গত মৌসুমেও মিউনিখের কাছে হেরে ইউরোপসেরার মঞ্চ থেকে নেমে যায় ইউরোপা লিগে।

সেই বায়ার্ন মিউনিখকে এবারও চ্যাম্পিয়নস লিগে নিজেদের গ্রুপে পেয়েছে বার্সা। এবার চ্যাম্পিয়নস লিগের ড্র হওয়ার পর থেকেই গ্রুপ অব ডেথ হিসেবে স্বীকৃতি পেয়ে যায় গ্রুপ, বার্সার চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিতও অনেকটা। ৪ ম্যাচে মাত্র ১ জয় ১ ড্র আর ২ হার নিয়ে তারা পয়েন্ট টেবিলে অবস্থান করছেন তিনে।
অপরদিকে গ্রুপ ‘সি’-তে ইন্টার মিলান আতিথ্য দেবে ভিক্টোরিয়া প্লজেনকে, ইন্টার জিতে গেলেই বার্সার চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন এখানেই শেষ। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে বার্সার তাকিয়ে থাকতে ভাগ্যদেবীর উপরই প্রথমে তো নিজেদের জিত্তে হবে অপরদিকে ইন্টারের হারতে হবে নিজেদের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
বিগত লড়াইগুলোতে ফলাফল দেখে বুঝতে দেরি হবে না যে বায়ার্ন বার্সেলোনার কাছে এক দুঃসহ স্মৃতির নাম। তাই এই সব মাথায় রেখেই বার্সা বস জাভি হার্নান্দেজ বলেন, ”এটা আমাদের জন্য অবশ্যই প্রতিশোধের একটি ম্যাচ হতে যাচ্ছে, লেভানডফস্কির জন্যও ঠিক তাই।”
জার্মান দলটির হয়ে ২৩৮ গোল করা এই ফরোয়ার্ড বার্সার হয়ে কতগুলো গোল করেন সেটিও দেখার বিষয়; কেননা মিউনিখের সাথে প্রথম ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লেভানডফস্কি।
/cdn.vox-cdn.com/uploads/chorus_image/image/71367799/1423443922.0.jpg)
রাতে রয়েছে আরও কিছু গুরুত্বপুর্ণ ম্যাচ। আমস্টার্ডাম অ্যারেনায় খেলতে নামবে আয়াক্স ও লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া কোন বিকল্প নেই আয়াক্সের। একই সময়ে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ডু আর ডাই ম্যাচে আতলেটিকো মাদ্রিদ আতিথ্য দেবে জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনকে। সাম্প্রতিক সময়ে সিমিওনের দল চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, ৪ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে আছেন টেবিলে রয়েছে তৃতীয় স্থানে।