প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা তোলে ৪২৮ রান। ওয়ানডে বিশ্বকাপে কোনো নির্দিষ্ট ইনিংসে যা সর্বোচ্চ। জবাবে শ্রীলঙ্কাও খেলেছে পজিটিভ ক্রিকেট। প্রোটিয়ারা ১০২ রানের বড় ব্যবধানে জিতলেও তাই লঙ্কান ব্যাটারদের দোষ দেওয়ার সুযোগ থাকছে না। ৪৪.৫ ওভারে অল আউট হওয়ার আগে শ্রীলঙ্কা বোর্ডে তুলেছে ৩২৬ রান। দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৭৫৪।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার টেম্বা বাভুমার উইকেট হারায় সাউথ আফ্রিকা। তবে এরপরই শুরু হয় তাদের ব্যাটারদের তান্ডব। ওপেনার কুইন্টন ডি কক এবং ব্যাটার রাসি ফন ডার ডুসেনের অতি আক্রমণাত্মক সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় সাউথ আফ্রিকা। ডি কক করেন ৮৪ বলে ১০০ এবং ফন ডার ডুসেন খেলেন ১১০ বলে ১০৮ রানের ইনিংস।
#SAvsSL pic.twitter.com/pi7xMUJ7c2
— Allrounder (@allroundersbd) October 7, 2023
কক আর ডুসেনের পর সেঞ্চুরি করেন আরেক ব্যাটার এইডেন মার্করাম, খেলেন ৫৪ বলে ১০৬ রানের এক অবিশ্বাস্য ইনিংস। শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ২০ বলে ৩২ এবং ডেভিড মিলারের অপরাজিত ২১ বলে ৩৯ রানের ক্যামিও উপর ভর করে ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ পায় সাউথ আফ্রিকা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।
বড় রানের লক্ষ্যে শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ৭২ বলে ৭৬, আসালাঙ্কার ৬৫ বলে ৬৯ এবং অধিনায়ক দাসুন সানাকার ৬২ বলে ৬৮ রান হারের ব্যবধানই কমিয়েছে শুধু। ৯ নম্বরে নেমে ৩১ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন কাসুন রাজিথা।
বিশ্বকাপের এক ম্যাচে ৭৫৪ রান ইতিহাসেরই সর্বোচ্চ। ২০১৯ আসরে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের ৭১৪ রান ছিল আগের সেরা।