বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দুই দলই সুপার ফোরের দৌড়ে ভালভাবে আছে। বুধবার কিউইদের হারাতে পারলেই সেমিফাইনালে প্রায় এক পা দিয়ে রাখবে এইডেন মার্করাম-হেনরিখ ক্ল্যাসেনরা। এমনই এক ম্যাচে টম ল্যাথামদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে সাউথ আফ্রিকা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টেম্বা বাভুমার দল। দলে ফিরেছেন কাগিসো রাবাদা। বাদ পড়েছেন তাব্রেইজ শামসি। অন্যদিকে লকি ফার্গুসনের বদলে নিউজিল্যান্ড দলে ফিরেছেন টিম সাউদি।
সাউথ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, ডেরাল্ড কোয়েটজে, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ ও কাগিসো রাবাদা।