১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

‘রাব্বি ভাই, তুমি থাইকা যাও’

- Advertisement -

মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, দিনের শুরুতেই গ্যালারি থেকে ভেসে আসা সেই ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ শব্দটাও আর নেই। পুরো মাঠ জুড়েই যেনো নীরবতা, মুশফিকের ওভাবে ফিরে যাওয়া যে কেউই মেনে নিতে পারছেন না! মুশফিক কতোটুকু পেরেছেন তিনিই ভালো জানেন।

হঠাৎ করেই বদলে গেল স্লোগান, গলা ফাঁটিয়ে ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বিকে কেউ একজন বললেন ‘রাব্বি ভাই, তুমি থাইকা যাও।’ রাব্বির প্রথম টেস্ট, সেটাও ঘরের মাঠে। চাপটা বোধহয় কিছুটা বেশী, সেইসাথে সেরা পারফরম্যান্স করার আকাঙ্ক্ষাটাও। নিজের দর্শকদের সামনে কে না ভালো করতে চায়!

মুশফিক ফিরেছেন প্রথম ওভারেই

রাব্বি কথা রেখেছেন, পিচে আছেন ড্রিংকস ব্রেকের সময়েও। তৃতীয় দিন শেষে ৮ রানে অপরাজিত থাকা রাব্বি সামলেছেন হাসান আলী-শাহীন শাহ আফ্রিদির দুর্দান্ত সব সুইং; চতুর্থ দিনে তুলে নিয়েছেন ২৮ রান। লিটন দাসকে নিয়ে সঠিক পথেই এগোচ্ছেন রাব্বি, গন্তব্য কতটা সেটা সময়ই বলে দিবে। কিন্তু, পুরো স্টেডিয়াম মাঝে মাঝেই যে ‘রাব্বি রাব্বি’ বলে গলা ফাঁটাচ্ছে, এমন দৃশ্যও তো কালেভদ্রেই দেখা যায়! রাব্বি ভাই, তুমি থাইকা যাও…

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img