১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

রিজওয়ানদের আক্ষেপ বাড়িয়ে অস্ট্রেলিয়ার প্রত্যাশিত জয়

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ চার ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন, বেঙ্গালুরুতে থেমেছেন ১৬৩ রানে। তবুও ডেভিড ওয়ার্নারের ম্যাচসেরার পুরস্কার পাওয়া না পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিলো, মূলত অ্যাডাম জাম্পার কারণে। এক পর্যায়ে পাকিস্তান জিতেও যেতে পারে, এমনটাও ভাবতে শুরু করেছিলো অনেকেই। ঠিক তখন জাম্পার দারুণ বোলিং, নিজের ১০ ওভার যখন শেষ করলেন ততোক্ষণে নামের পাশে ৪ উইকেট।

বাবর আজমের দল ৩৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে থেমেছে ৩০৫ রানে। আক্ষেপ কিছুটা হতেই পারে কারণ মোহাম্মদ রিজওয়ান যেভাবে খেলছিলেন তাতে জয়ের আশাই দেখছিলো মেন ইন গ্রিনরা। কিন্তু অ্যাডাম জাম্পার বলে আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তই বদলে দিয়েছে ম্যাচের গতিপথ। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে।

টানা দুই ম্যাচ হারার পর অবশেষে টানা জয়ের বৃত্তে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ১৮ ম্যাচ শেষে অজিরা পয়েন্ট টেবিলের চার নম্বরে। এক ধাপ পেছনেই পাকিস্তান; অথচ বাবরের দলের অবস্থান হতে পারতো তিনে, যদি ইমাম-উল-হক (৭০), আব্দুল্লাহ শফিক (৬৪), শাউদ শাকিল (৩০), ইফতিখাররা (২৬) আর কিছুটা সময় দায়িত্ব নিয়ে খেলতে পারতেন। যদি রিজওয়ানকে ফিরতে না হতো ৪৬ করেই!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img