NCC Bank
- Advertisement -NCC Bank
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার

রিজওয়ানকে ‘জাতীয় হিরো’ বললেন ওয়াসিম আকরাম

- Advertisement -

সেমিফাইনাল ম্যাচের আগে দুইদিন আইসিইউতে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সেখান থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। তবুও হেরেছে দল, কিন্তু রিজওয়ান ঠিকই ভাসছেন প্রসংশায়। সবশেষ তাকে ‘জাতীয় হিরো’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আকরাম।

“রিজওয়ান আমাদের জাতীয় হিরো। শারীরিক এবং মানসিক দিক থেকে সে অনেক এগিয়ে। রমজান মাসে রোজা নিয়েও টেস্ট খেলেছে সে, যেটা শারীরিক দিক থেকে অসম্ভব”

ভক্ত সমর্থকদের হৃদয় জিতেছে পাকিস্তান

এখানেই থামননি ওয়াসিম। বলেছেন, “রিজওয়ান এমন একজন যাকে আপনি সবসময় দলে পেতে চাইবেন। সে সদা হাসিখুশি, পরিশ্রমি এবং হেল্পফুল। আইসিইউ থেকে ফিরে প্রায় ১৭ ওভার ব্যাটিং করার পর পুরো ইনিংস কিপিং করেছে সে। সত্যিকার অর্থে দলের জন্য নিবেদিত প্রাণ রিজওয়ান।”

দল সেমিফাইনালে হারলেও পুরো দেশ তাদের ভালোবাসে এমনটাই জানিয়েছেন ওয়াসিম আকরাম, “পুরো জাতী এখন জানে এই দলটার সামর্থ্য সম্পর্কে। সকলেই তাদের পারফরম্যান্সে খুশি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img