২৭ জুলাই ২০২৪, শনিবার

রিজওয়ান উড়ছেন, লিটন নিজেকে হারিয়ে খুঁজছেন 

- Advertisement -

প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়ার রেকর্ড গড়ে সাউথ আফ্রিকাকে হারায় পাকিস্তান। জোহান্সবার্গের মাঠে  মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটিং শিল্প দেখে মুগ্ধ  ক্রিকেট বিশ্ব। দলের সব ব্যাটসম্যান যখন আফ্রিকান বোলারদের সামনে ব্যর্থ তখন একাই বুক চিতিয়ে লড়েছেন, জয় ছিনিয়ে এনেছেন রিজওয়ান, প্রমাণও করেছেন টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড়ই দলের ভাগ্য বদলে দিতে পারে।

উইকেটকিপার ব্যাটম্যান রিজওয়ানের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০১৫ সালের ২৪ এপ্রিল, মিরপুরে বাংলাদেশের বিপক্ষেই। এখন পর্যন্ত ৩০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানি এই ক্রিকেটার। অন্যদিকে বাংলাদেশি উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাশের টি-টোয়েন্টি অভিষেক ২০১৫ সালের ৫ জুলাই। দিনের হিসেবে রিজওয়ান আর লিটনের অভিষেকের পার্থক্যটা ২ মাস ১১ দিন। তবে পারফরমেন্সের হিসেব নিকাশে দুই ক্রিকেটারের পার্থক্য অনেক বড়।

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোহাম্মাদ রিজওয়ান রান করেছেন ৩৬০, পাঁচ ইনিংসে তিন হাফ সেঞ্চুরি আর এক সেঞ্চুরির দেখা পেয়েছেন।

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি

রান: ৩৬০

এভারেজ: ১২০

হাফ সেঞ্চুরি: ৩

সেঞ্চুরি: ১

 

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসেও চল্লিশের নিচে রান নেই রিজওয়ানের।

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি

রান

৮৯

১০৪*

৫১

৪২

৭৪*

রিজওয়ান থেকে লিটনের পরিসংখ্যানে চোখ দিলেই একরাশ হতাশা, শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন কুমার দাশের রান ১৫৯। দুই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তাও জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে।

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি

রান: ১৫৯

হাফ সেঞ্চুরি: ২

সেঞ্চুরি: ০

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন কুমার দাশের রান

শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি

রান

৬০*

৫৯

শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই না,পাকিস্তান সুপার লিগেও দূদার্ন্ত রিজওয়ান, আন্তর্জাতিক আর পি.এস.এল মিলে শেষ দশ ম্যাচের পরিসংখ্যান জানান দিচ্ছে পাকিস্তান ক্রিকেটের আকাশে নতুন নক্ষত্র জেগে উঠেছে, যার আলোয় আলোকিত হচ্ছে পুরো দল। দশ ম্যাচে ৬৫৭ রান, ৬ হাফ সেঞ্চুরি আর এক সেঞ্চুরি।

শেষ দশ টি-টোয়েন্টি

 রান: ৬৫৭

এভারেজ: ৮২.১২৫

হাফ সেঞ্চুরি: ৬

সেঞ্চুরি: ১

লিটন কুমার দাসের শেষ ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান দেখলে হতাশা আরো বাড়বে, ১০ ম্যাচে মাত্র ১৯৪ রান করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার

শেষ দশ টি-টোয়েন্টি

 রান: ১৯৪

শেষ দশ টি-টোয়েন্টি

রান: ০, ৬, ৪, ৬০*, ৫৯, ৮, ১২, ৯, ২৯, ৭

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img