২৭ জুলাই ২০২৪, শনিবার

রিভিউ নিতে ভুল বাংলাদেশের, ফিফটির পর ফিরেছেন সাদমান

- Advertisement -

রিভিউ নিবেন কি নিবেনা না সেই সিদ্ধান্ত নিতে নিতেই নির্ধারিত ১৫ সেকেন্ড শেষ। প্যাভিলিয়নে যাবার পথে মুশফিকের সঙ্গে কথাও বলেছিলেন কিন্তু শেষমেষ রিভিউ নেননি সাদমান। ফলে ফিরতে হয়েছে ৫৯ রানে। পরে রিপ্লাইতে দেখা গেছে বল স্ট্যাম্পের বাহিরে ছিল। রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন সাদমান। চা-বিরতির ১০ বল আগে এলবিডব্লু হন জোমেল ওয়ারিকানের বলে।

প্যাভিলিয়নে ফেরার আগের সময়টুকু দারুণ স্বাচ্ছ্যন্দে ব্যাট করেছেন এই ওপেনার। মাঝে খেলা হয়নি ইনজুরির কারনে। টেস্টে ফিরেই হাফ শতক পেয়েছেন, তাই বাংলাদেশের জন্য বেশ স্বস্তিই বলা যায়। এই উইন্ডিজের বিপক্ষেই টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন সাদমান, তখনও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। ফিরে সেই উইন্ডিজের বিপক্ষে আবারও হাফ সেঞ্চুরি।

সাদমানকে না হারালে দ্বিতীয় সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশের। সাদমান আউট হওয়ার আগে অধিনায়ক মুমিনুলকেও হারায় বাংলাদেশ। ওই ওয়ারিকানের বলেই ক্যাম্পবেলকে ক্যাচ দেন মুমিনুল। স্কোরবোর্ডে জমা করেন ২৬ রান। বাংলাদেশ তখন ৪ উইকেটে ১৩৪ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img