গ্রীষ্মের তীব্র গরম উপেক্ষা করেই সোমবার শুরু হলো ডিপিএলে সুপার লিগের প্রথম রাউন্ডের তিন ম্যাচ। ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডান-শেখ জামালের ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন তিন ব্যাটার শেখ জামালের সাইফ হাসান এবং তাইবুর রহমান। যদিও মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ম্যাচ হেরেছে শেখ জামাল।
শেখ জামালের বিপক্ষে ২৬০ রানের টার্গেটে খেলতে নেমে ৬৯ রানেই ৩ উইকেট পড়েছিল মোহামেডানের। সেখান থেকে অঙ্কনকে সাথে নিয়ে ১৭৯ রানের জুটি গড়ে দলকে জিতিয়েছেন রিয়াদ। ১২২ বলে অঙ্কন করেন ১০২ রান, রিয়াদ অপরাজিত থাকেন ৮৮ বলে ৮৭ রান করে। মোহামেডান ম্যাচ জিতেছে ৫ উইকেটে।
দিনের আরেক ম্যাচে মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনী জয় পেয়েছে ৫ উইকেটে। জাকির হাসানের ৭০ বলে ৬৮ রানের কল্যাণে প্রাইম ব্যাংকের দেয়া ১৭৯ রানের টার্গেট আবাহনী পেরিয়েছে তাওহীদ হৃদয়ের ২৭ বলে ৫৫ এবং লিটন দাসের ১০৬ বলে ৫৬ রানের ইনিংসে।
বিকেএসপিতে ব্যাটে-বলে অলরাউন্ডার পারফর্ম্যান্স দেখিয়েছেন শাইনপুকুরের রিশাদ হোসেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট হাতে ২৬ বলে ৩৩ রানের পাশাপাশি বল হাতে ৩১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। রিশাদের দল জিতেছে ১৩ রানে।