রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে নিজেদের জার্সিতে স্পোটিফাই প্রতীকের পরিবর্তে স্প্যানিশ পপ গায়িকা রোজালিয়ার লোগো পড়বে বার্সেলোনা দল। কাতালানরা বুধবার এক ঘোষণায় এই কথা জানিয়েছে।
চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয় বারের মতো ক্লাসিকো জার্সিতে পরিবর্তন আনবে কাতালান ক্লাবটি। গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে কানাডিয়ান র্যাপার ‘ওভো ওউল’ এর লোগো পরেছিল বার্সেলোনা। সেই ম্যাচে অবশ্য রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা।
মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পোটিফাই’র সঙ্গে চার বছরের চুক্তি করেছে বার্সেলোনা। যার জন্য ২৮০ মিলিয়ন ইউরো পাবে কাতালান ক্লাবটি। সেই স্পন্সর চুক্তির অংশ হিসেবে ক্লাবটি তাদের জার্সিতে বিভিন্ন সঙ্গীত শিল্পির লোগো লাগানোর বিষয়ে সম্মত হয়েছে।
তাইতো এবার স্প্যানিশ সঙ্গীত শিল্পী রোজালিয়ার নাম ব্যবহার করা হবে বার্সা জার্সিতে। স্পেনের সফল সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন তিনি। যাকে ফোর্বস দুইবার দেশটির বর্ষসেরা নারী শিল্পির খেতাবে ভুষিত করেছে। বার্সা জার্সির সামনের অংশে বসানো হবে তার ‘মোটোমামি’ লোগো। এটি তার তৃতীয় স্টুডিও এলবাম। যেটি প্রকাশিত হয়েছে ২০২২ সালে।