“পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে”, গত কয়েক মৌসুম ধরেই ফুটবল দলবদলের হট টপিক। অথচ স্পেনে যাচ্ছি-যাচ্ছি করেও শেষ কয়েক মৌসুমে আর রিয়ালে নাম লেখানো হয়নি ফরাসি তারকার। আবারো উঠেছে সেই একই গুঞ্জন, তবে এবার আরো জোরালোভাবে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’-এর দাবি, চলতি মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিচ্ছেন এমবাপ্পে।
ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’-ও। পিএসজি সূত্রের মাধ্যমে ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, পরের মৌসুম থেকেই এমবাপ্পে রিয়ালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তি কবে হতে পারে, তা জানানো হয়নি।
পিএসজি সূত্র থেকে আরো বলা হয়েছে, পরবর্তী মৌসুমেই রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। বিষয়টি নিয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষও। এমনকি, রিয়াল মাদ্রিদ-পিএসজি দুই ক্লাবের মধ্যে পরস্পর যোগাযোগ এবং দরকষাকষিও শুরু হয়ে গেছে। এছাড়াও দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানান, “রিয়াল মাদ্রিদ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। গোপনে এমবাপ্পের সঙ্গে চুক্তি সেরে ফেলার কাজ তারা অব্যাহত রেখেছে।”