১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

রিয়াল মাদ্রিদের শীর্ষে ওঠার দিনেও চিন্তিত আনচেলত্তি!

- Advertisement -

লা লিগায় ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে হটিয়ে আবারও টেবিলের শীর্ষস্থানে উঠে এলো কার্লো আনচেলত্তির দল। লস ব্লাঙ্কোসদের জেতাতে পেরেই খুশি হোসেলু। ৫ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ১৫, দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার ১৩। এমন জয়ে টেবিলের শীর্ষে থাকলেও দুশ্চিন্তা কমছে না আনচেলত্তির।

ম্যাচ শেষে হোসেলু বলেন, “লিগের যেকোনো দলের বিপক্ষে আপনাকে গোল হজম করতে হতে পারে। যেহেতু আমার গোলে দল জিতেছে, সেটাই আমার জন্য আনন্দের ব্যাপার” 

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন হোসেলু। এর আগে প্রথম গোলের দেখা পান ফেদে ভালভের্দে। দুই গোলেই অ্যাসিস্ট করেন ফ্রান গার্সিয়া। যদিও ম্যাচ শেষে ২-১ গোলের জয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ, তবে প্রথমার্ধের ৫ মিনিটেই গোল হজম করতে হয় তাদের।

এ নিয়ে ৫ ম্যাচের ৩টিতে শুরুতে পিছিয়ে পড়ে জিতেছে আনচেলত্তির দল, যা মোটেই স্বস্তি দিচ্ছে না রিয়াল কোচকে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পাঁচ ম্যাচের তিনটিতে আগে গোল খেয়েছি। ঘুরে দাঁড়িয়ে জিতেছি ঠিকই কিন্তু এটা আমাদের জন্য চিন্তার বিষয় । শুরুতে গোল খেয়ে গেলে কাজটা কঠিন হয়ে যায়”    

বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপরের ম্যাচে রবিবার লা লিগা ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে খেলতে যাবে লস ব্লাঙ্কোসরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img