উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দুই লেগেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে লিভারপুল। বার বার ইউসিএলে রিয়ালই একমাত্র বাধা হয়ে দাঁড়ায় ক্লপের শিষ্যদের।
স্প্যানিশ ক্লাব রিয়ালের কাছে ইউসিএলে পরাস্ত হওয়ার ঘটনা বার বারই ঘটে অলরেডদের। ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের চেয়ে বেশিবার তার দলকে হারায়নি আর অন্য কোনো দল। অথচ লস ব্ল্যাঙ্কোসরা ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল না। ভিন্ন লিগের দল হলেও রিয়ালের কাছে বার বার পরাস্ত হয়েছে ক্লপের দল।
ক্লপ দায়িত্ব নেওয়ার পর থেকে স্প্যানিশ জায়ান্ট দের বিপক্ষে মোট ৫ বার হেরেছে লিভারপুল। সবগুলোই ইউসিলের মুখোমুখি দেখায়। অলরেডদের প্রথম হার এসেছে ২০১৭/২৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এরপরের টানা দুই মৌসুমে কোয়ার্টার ফাইনালে। চতুর্থ হার এসেছে ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পঞ্চম হার বৃহস্পতিবার রাতের রাউন্ড অব সিক্সটিনে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের দুই লেগের গোল ব্যবধানের হার হিসেব করলে এবারই সর্বোচ্চ ৬-২ ব্যবধানে হারলো লিভারপুল।
শুধুই কি রিয়াল মাদ্রিদ জুজু? ক্লপের অধীনে থাকাকালীন লিভারপুল ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোতে ৬ বার বাদ পড়েছে। এই ছয়টি দলই স্প্যানিশ ক্লাব। চারবার রিয়াল মাদ্রিদ ও এক বার করে আতলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে।
বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন সান্তিয়াগো বার্নাব্যুতে লিভারপুলের থিম সং “ইউ উইল নেভার ওয়াক অ্যালোন” শোনানো হয়। যা মুগ্ধ করেছে অলরেডদের বসকেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, “মাদ্রিদ আমাদের থিম সং প্লে করেছিল? এটা খুবই সুন্দর অতিথিপরায়ণতা। রিয়াল মাদ্রিদ ও লিভারপুল দুইটি শক্ত প্রতিপক্ষ যাদের বারবার দেখা হয় এবং দুই দলই একে অপরকে সম্মান করে”