১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

রিশাদের ‘অলরাউন্ড’ নৈপূণ্যে প্রস্তুতি ম্যাচে টাইগারদের দারুণ জয়

- Advertisement -

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে .. রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ৫৪ বলে ৮৭ রান করার পাশাপাশি বোলিংয়ে ৩ উইকেট শিকার করে টাইগারদের জয়ের নায়ক রিশাদ হোসেন। এছাড়া ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব।

৩৩৫ রানের লক্ষ্যে শুরুটা ভালো করেছিল দুই কিউই ওপেনার কামিন্স ও ভুলা। তবে তাদের উইকেটে থিতু হতে দেননি হাসান মাহমুদ। কামিন্সকে উইকেটের পেছনে লিটন দাশকে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার পেসার। পরের ওভারেই পেয়েছেন দ্বিতীয় উইকেটের দেখা। শট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ভুলা।

দারুণ বোলিং করেছেন আফিফ হোসেন ধ্রুব

এরপর উইকেটের দেখা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। টডকে বোল্ড করে উইকেট উৎযাপনে যোগ দেন আফিফ। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ার দিকে মনোযোগ দেন পোপলি ও প্যাটেল। দুজনে মিলে টাইগার বোলারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। অধিনায়ক পোপলি ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে আফিফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে তিন অঙ্কের দেখা পাননি তিনি। তার আগে খেলেছেন ৯২ রানের ইনিংস।

এরপর উইকেটে আসার পর বেশিক্ষণ টিকতে পারেননি পোমারও। রাকিবুল হাসানের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সেঞ্চুরির দিকে ছুটতে থাকা সন্দীপ প্যাটেল থেমেছেন ৮৯ রানে। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২৬ রানের জয় এনে দেন রিশাদ।

বাংলাদেশের হয়ে ৫২ রানে তিন উইকেট শিকার করেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।

ব্যাটিংয়ে ভালো করেছেন তানজিদ হাসান তামিম-সৌম্য সরকাররা

এর আগে টপ অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে বাংলাদেশ। ১১ চার এবং ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম ৫৮(৪৬), সৌম্য সরকার ৫৯(৫৬) এবং লিটন দাস ৫৫(৬৩)। ওপেনার এনামুল বিজয় ২৬ বলে করেছেন ৩৩ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img