৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

রিয়াদের শততম ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

- Advertisement -

রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম ম্যাচ খেলতে যাচ্ছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিউইদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ সামনে, তাই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড দলে এসেছে তিনটি পরিবর্তন। করোনার বাঁধা পেরিয়ে একাদশে ঢুকেছেন ফিন অ্যালেন; একাদশে জায়গা পেয়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগালাইনও।

প্রথম দুই ম্যাচেই জিতেছে টাইগাররা

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে টম লাথামের দল। তৃতীয় টি-টোয়েন্টি হারলে টাইগারদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পাবে কিউইরা। প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়া নিউজিল্যান্ড দল, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়িয়েছিলো দুর্দান্তভাবে। ৪ রানে হারলেও, ম্যাচের শেষ মুহুর্ত অব্দি লড়াই করে গেছেন টম লাথাম। ২য় ম্যাচে দলের পারফরম্যান্স নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস যোগাবে কিউই শিবিরে।

শততম ম্যাচ খেলার অপেক্ষায় রিয়াদ

বিশ্বের অষ্টম এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নামছেন রিয়াদ। রাখতে চান দলের জয়ে অবদান।

“শততম ম্যাচ নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই। আমি সবসময়ই চেষ্টা করি দলের জন্য খেলতে, দলের জন্য অবদান রাখতে। ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি ও শততম ম্যাচটি খেলতে পারি তাহলে সেই ম্যাচেও আমার লক্ষ্য থাকবে দলের জন্য অবদান রাখা”- দ্বিতীয় ম্যাচ শেষে বলছিলেন রিয়াদ

 

তৃতীয় ম্যাচে কিপিংয়ে দেখা যেতে পারে মুশফিককে

সিরিজ শুরুর পূর্বে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন, প্রথম দুই ম্যাচে নুরুল হাসান সোহান এবং পরের দুই ম্যাচে মুশফিকুর রহিমকে গ্লাভস হাতে দেখা যাবে উইকেটের পেছনে। সেই হিসেবে সোহানের ভালো কিপিং করার পরেও, তৃতীয় টি-টোয়েন্টিতে কিপার হিসেবে দেখা যেতে পারে মুশফিককে।

 

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল:  রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল,  উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img