২৭ জুলাই ২০২৪, শনিবার

রিয়াল মাদ্রিদের প্রত্যাশিত জয়!

- Advertisement -

রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই এখন স্কোরশিটে করিম বেনজেমার নাম। ফরাসি এই তারকা আছেন দারুণ ছন্দে। গ্রানাদার বিপক্ষেও পেয়েছেন গোল। স্প্যানিশ লা লিগায় ২-০ গোলে গ্রানাদাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের ছন্দে থেকেই বড়দিনের ছুটিতে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা।

যদিও নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত গোল আদায়ে ব্যর্থ ছিলেন বেনজেমারা। প্রথমার্ধের বেশিরভাগ সময় রিয়াল বল দখলে রাখলেও গোছানো আক্রমণ ছিলনা। গোলপোস্ট বরাবর নয়টি শট নিলেও প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে গুছানো ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। অবশেষে ৫৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বদলি হিসেবে নামা আসেনসিও’র ক্রসে খুব কাছ থেকে হেডে জালে জড়ান কাসেমিরো। ১-০ গোলে শেষ হতে যাওয়া ম্যাচটিতে ব্যবধান বাড়ান করিম বেনজেমা। ম্যাচে যোগ করা সময়ে দুর্দান্ত গোল করেন ফরাসি তারকা। ডান প্রান্ত দিয়ে শট নেন। লাফিয়ে পড়েও কাজ হয়নি গ্রানাদা গোলরক্ষকের। এবারের লিগে বেনজেমার এটি অষ্টম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১২টি।

এ জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আতলেতিকোর সমান ৩২ পয়েন্ট এখন রিয়ালের, তবে গোল ব্যবধানে জিদানের দল পিছিয়ে থাকায় তালিকার দুই নম্বরে। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। আর ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img