৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

আবারও ‘রেকর্ডবুক’ ওলট-পালট করে দিলেন কোহলি

- Advertisement -

৪২তম ওভারের চার বলে দুই রান। বিরাট কোহলি পূর্ণ করলেন শতক। তাতেই ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও টেন্ডুলকারের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। ওয়ানডেতে এখন কোহলির শতক সংখ্যা ৫০টি, টেন্ডুলকারের ৪৯টি। শুধু সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গেই ক্ষান্ত থাকেননি তিনি, ২০০৩ বিশ্বকাপে টেন্ডুলকারের করা ৬৭৩ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন কিং কোহলি।

ভারতীয় তারকা এদিন যেন, রেকর্ড বই ওলট-পালট করার উদ্দেশ্যেই নেমেছিলেন, এক বিশ্বকাপে সাকিব আল হাসান ও টেন্ডুলকারের ৭ ফিফটি ছুয়েছিলেন এ বিশ্বকাপেই। এদিন সেই রেকর্ডও নিজের দখলে করে নিয়েছেন কোহলি। বিশ্বকাপে তার পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যা এখন ৮টি।

সেঞ্চুরির পর কোহলি

কোহলির রেকর্ড শতক, সেই সাথে শুবমান গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯৭ রান সংগ্রহ করেছে ভারত। যা বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৫ সালে সিডনিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া তুলেছিল ৭ উইকেটে ৩২৮ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন রোহিত-গিল জুটি। শুরু থেকেই কিউই বোলারদের উপর চড়াও হয়ে খেলেন ভারতীয় অধিনায়ক। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ২৯ বলে ৪৭ রান। দারুণ ব্যাটিং করেছেন গিলও। সেঞ্চুরির পথেই ছুঁটছিলেন তিনি কিন্তু ব্যক্তিগত ৭৯ রানের সময় পায়ে ক্র্যাম্প করায় উঠে যান তিনি।

উইকেটে আসার পর থেকেই সাবলীল ব্যাটিং করেছেন কোহলি। কিউই বোলাররা তার তেমন পরীক্ষাই নিতে পারেননি। ট্রেন্ট বোল্ট-লকি ফার্গুসনদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন। ১০৬ বলে ৫০ তম শতকের দেখা পেয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১১৩ বলে ১১৭ রান করে থামেন ভারতীয় তারকা।

পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন শ্রেয়াস আইয়ার

গিল উঠে যাওয়ার পর উইকেটে আসা আইয়ার এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন। সবশেষ ম্যাচে শতক করা ডানহাতি এ ব্যাটার এদিনও পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন টিম সাউদি। একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img